পি আর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত ও গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার জেলা শাখা জামায়াতে ইসলামী ।
বুধবার (১৫অক্টোবর) দুপরে শহর শাখা জামায়াতের উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা জামায়াতের আমীর প্রকৌশলী মো: সায়েদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো: ইয়ামীর আলীর পরিচালনায় বক্তব্য রাখেস জেলার শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আব্দুর রব, সাবেক জেলা সেক্রেটারী আব্দুস সুবহান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন শাহ, সদর উপজেলা আমি মো: ফখরুল ইসলাম, পৌরসভা সেক্রেটারি মোরশেদ আলম চৌধুরী, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীনসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, পি আর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদকে অন্তর্ভুক্ত ও গণভোটের দাবিসহ পাঁচ দফা সরকার কে অবশ্যই মেনে নিতে হবে। দেশের স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষায় এই পাঁচ দফা দাবিগুলো অনতিবিলম্বে কার্যকর করতে হবে।
আপনার মতামত লিখুন :