ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধার ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার ইছানীল মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রফিক মৃধা মোটরসাইকেলে করে ইছানীল মোড় এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা তার মোটরসাইকেল ভাঙচুর করে এবং লাঠি দিয়ে পেটাতে থাকে। এতে তার পা ভেঙে যায়।
আহত রফিক মৃধা রাজাপুর উপজেলার বাগড়ি গ্রামের প্রয়াত রুস্তম মৃধার ছেলে। তিনি রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
রফিক মৃধা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আমার ওপর এ হামলা চালিয়েছে। তারা আগে থেকেই ওত পেতে ছিল।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
আপনার মতামত লিখুন :