ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

কিশোরগঞ্জে সাংবাদিক ফোরামের সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মতবিনিময়

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৩:৪৯ পিএম

কিশোরগঞ্জে সাংবাদিক ফোরামের সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মতবিনিময়

ছবি: বর্তমান বাংলাদেশ।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে শহরের আখড়া বাজার এলাকার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ জেলার সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে গুরুত্ব দেন।

মাজহারুল ইসলাম বলেন, “গণমাধ্যম সমাজের আয়না। সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।”

মতবিনিময় সভায় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!