ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আওয়ামীলীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল ড. মঈন খান

আল আমিন মুন্সী, নরসিংদী

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৮:৫৩ পিএম

আওয়ামীলীগ বিএনপিকে নিশ্চিহ্ন  করতে চেয়েছিল  ড. মঈন খান

ছবি: বর্তমান বাংলাদেশ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার পথে।  বিগত  ১৭ বছর  বিএনপির  নেতাকর্মীদের বিরুদ্ধে  ১  লাখের বেশি মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছিল।বাংলাদেশের এমন কোন এলাকা নেই যেখানে বিএনপির এমন কোন নেতা নাই যার বিরুদ্ধে স্বৈরাচারী আওয়ামীলীগ মিথ্যা মামলা দিয়ে অত্যাচার ,জুলুম করে করেনি। আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের উপর জেল জুলুম নির্যাতন করে এ দেশ থেকে বিরোধী দল   বিএনপিকে  নিশ্চিহ্ন   করে  দিতে।  কিন্তু   তাদের সেই   অন্যায় অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি বরং এখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার পথে।   আজ   সোমবার   (২৭   অক্টোবর)    নরসিংদীর   পলাশ   উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন। এসময় মঈন খান বলেন, পৃথিবীর ইতিহাসে যারা নিরিহ মানুষের উপর অত্যাচার করে স্বৈরাচারি শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেউই টিকে থাকতে   পারেনি।   তাই   আওয়ামী   লীগও   টিকে   থাকে   পারেনি।   তিনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আজকে অন্তবর্তী সরকার যে সংস্কারের কথা   বলছে   তা   বিএনপি   বিগত   তিন   বছর   আগেই   শুরু   করেছে।   দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো নিয়ে এ বিষয়ে ঐক্যমত নিয়ে ৩১ দফার সংস্কার    প্রস্তাব   দেওয়া   হয়েছে। বিএনপি   সেই   সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপিকে কেও সংস্কার শিখাতে হবে না। তিনি এক- এগারো কথা উল্লেখ করে বলেন, এক-এগারো বাংলাদেশে আর আসবে না। এটি যদি কেও ভাবে তাহলে সে বোকার সর্গে বাস করছে। পলাশ   উপজেলা   যুবদলের   আহব্বায়ক   নিছার   আহমেদ   খানের সভাপতিত্বে   অনুষ্ঠানে   আরো   বক্তব্য   রাখেন,  পলাশ   উপজেলা   বিএনপির সভাপতি  আবদুস   সাত্তার,সাধারণ   সম্পাদক   প্রফেসর   সাইফুল হক,সহসভাপতি আওলাদ হোসেন জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ   বাহাউদ্দীন   ভুঁইয়া   মিল্টন,উপজেলা   বিএনপির   প্রচার   সম্পাদক   ও মিডিয়া   সমন্ধয়ক  হাজী   জাহিদ   হোসেন,   ঘোড়াশাল   পৌর  বিএনপির সভাপতি   মো:   আলম   মোল্লা,সাধারণ   সম্পাদক   মোঃ   দেলোয়ার হোসেন ,পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভীন,পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন,পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হক মোমেন,সদস্য   সচিব   শাহীন   বিন   ইউসুফ,   যুগ্ম   আহবায়ক   শরিফ আহমেদ   পিন্টু,  উপজেলা   শ্রমিক   দলের   সভাপতি   মো:   আল-আমীনভুইয়া,উপজেলা   ছাত্র   দলের   আহ্বায়ক   মো:   নাজমুল   হোসেন   ভূইয়া সোহেল,   সদস্য   সচিব     মোস্তাফিজুর   রহমান   পাপন,পৌর   ছাত্র   দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।

বর্তমান বাংলাদেশ

Link copied!