২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের স্মরণে এবং নিহত জামায়াত–শিবির কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টা ১৫ মিনিটে জলঢাকা উপজেলা জামায়াতের কার্যালয় ‘আল-ফালাহ’ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে সমাবেশে মিলিত হয়। মিছিলে উপজেলা আমীর জনাব মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও জনাব সাদের হোসেনসহ জামায়াতের হাজারো নেতা–কর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঢাকা পল্টনে জামায়াতের পূর্বঘোষিত সমাবেশে নৃশংস হামলা চালানো হয়। ওইদিন ছয়জন জামায়াত–শিবির নেতা-কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়, যা দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।
উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান বলেন,সেদিনের সেই নির্মমতা সারা বিশ্বের বিবেককে নাড়িয়ে দিয়েছিল। ভিডিওচিত্র ও স্থিরচিত্রের মাধ্যমে প্রমাণিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানাই।
উপজেলা আমীর মোখলেছুর রহমান মাস্টার বলেন,এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে মানবতার ইতিহাস চিরদিন কলঙ্কিত হয়ে থাকবে।
সমাবেশের প্রধান অতিথি ও নীলফামারী-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে ২৮ অক্টোবরসহ অতীতের সকল হত্যাযজ্ঞের প্রতিশোধ গ্রহণ করবে।
বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও মানবাধিকারের নিশ্চয়তায় জামায়াতের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ বলে সমাবেশ টি শেষ করেন।

আপনার মতামত লিখুন :