বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আদমদীঘিতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে আদমদীঘি ইশ্বর পূর্ন জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলার উপ-পরিচালক জিল্লুর রহমান, সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) আসিফ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া `ক` সার্কেলের পরিদর্শক সামছুল আলম, `খ` সার্কেলের পরিদর্শক আসলাম আলী প্রমূখ।
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করে আদমদীঘি নূরানী ফুটবল একাডেমি ও নন্দীগ্রাম মাস্টার ফুটবল একাডেমি। আদমদীঘি নূরানী ফুটবল একাডেমি ৩-০ গোলে নন্দীগ্রাম মাস্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে জয়ী হয়।

আপনার মতামত লিখুন :