ঝালকাঠির রাজাপুর বাজার ব্রীজের সংযোগ সড়ক না থাকায় কয়েক বছর ধরে দুর্ভোগ হচ্ছে, এ নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আজ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সড়ক সংযোগ নির্মাণের নির্দেশ দেন এবং দ্রুত কাজ করা হবে বলে আশ্বাস দেন।
স্থানীয়দের ভোগান্তির বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলেন, সেতু নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহারযোগ্য হয়নি। এটি খুবই দুঃখজনক। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনে ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের রাসেল এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামীম রেজা সজীব।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকার্যকর অবস্থায় পড়ে আছে। ফলে এলাকাবাসীকে প্রতিদিন ঝুঁকি নিয়ে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। এদিকে উপজেলা প্রশাসনের এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা দ্রুত সড়কটি নির্মাণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :