এলাকার সবার জানাজা যিনি পড়াতেন, আজ তিনিই নিজ জানাজায় চিরনিদ্রায় শায়িত
নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকার সর্বজনপ্রিয় আলেমে দ্বীন, তালতলা বাহাদুরপুর কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও তালতলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, আলহাজ্ব হযরত মাওলানা এবিএম সাইয়েদ আহমেদ (হাফেজ সাহেব হুজুর) আজ মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন— (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই ছেলে ও চার মেয়েকে রেখে ইহলোক ত্যাগ করেছেন।
হাফেজ সাহেব ছিলেন এমন একজন ইমাম, যিনি প্রায় প্রতিটি জানাজার নামাজে ইমামতি করতেন। তাঁর কণ্ঠে তামিল (শেষ উপদেশ) শুনে অসংখ্য মানুষের চোখ অশ্রুসিক্ত হতো, গায়ের লোম দাঁড়িয়ে যেত। মৃত্যুকে সামনে রেখে তিনি যে গভীর ও হৃদয়স্পর্শী কথা বলতেন, তা মানুষকে সাময়িকভাবে জাগতিক চিন্তা থেকে দূরে সরিয়ে দিত। তিনি এমনভাবে জানাজার তামিল দিতেন যে, শুনলেই মন কেঁদে উঠত। সেই অমূল্য নসিহত আর শোনা যাবে না—এটা ভাবলেই বুক ভেঙে যায়।”
শিক্ষা, আমল ও আখলাকে ছিলেন অনুকরণীয় তিনি ছিলেন একজন সৎ, বিনয়ী, নরমস্বভাব ও আল্লাহভীরু মানুষ। নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসায় দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রমে অসংখ্য ছাত্র-ছাত্রীকে দ্বীনি ও মানবিক শিক্ষায় শিক্ষিত করেছেন। তাঁর হাতে গড়ে ওঠা বহু শিক্ষার্থী আজ সমাজে সুনামের সঙ্গে দ্বীনি খেদমত করে যাচ্ছেন। আজ আছরের নামাজের পর তালতলা বাহাদুরপুর দাখিল মাদ্রাসার মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী ও হাজারো ভক্ত-অনুরাগী শেষ বিদায়ে অংশগ্রহণ করেন। পুরো মাঠ জুড়ে ছিল শোকাবহ পরিবেশ কান্নায় ভেঙে পড়ে প্রিয় শিক্ষার্থীরা। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর পরিবার, শিষ্য ও প্রিয়জনদের ধৈর্য ধারণের তাওফিক দিন—আমিন।

আপনার মতামত লিখুন :