টাঙ্গাইলের মধুপুরে ঝরে পড়া রোধে দরিদ্র ও মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার কৃষি প্রশিক্ষণ হলে বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)-এর উদ্যোগে এবং জার্মান দাতা সংস্থা “লিচ ব্রুক”-এর অর্থায়নে পরিচালিত সেডিপ প্রকল্পের আওতায় এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সেডিপ প্রকল্পের অধীনে গঠিত নারী ও কৃষক এসোসিয়েশনের মোট ৫১ জন দরিদ্র ও মেধাবী মেয়ে শিক্ষার্থীর মধ্যে প্রতিজনকে শিক্ষা উপকরণ হিসেবে একটি স্কুলব্যাগ, একটি জ্যামিতি বক্স, পাঁচটি অঙ্ক খাতা, ছয়টি কলম এবং নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন আহমাদ।
স্বাগত বক্তব্য রাখেন সেডিপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিলন চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএস মধুপুর শাখার ম্যানেজার (এমএফপি) মো. জুয়েল রানা, প্রোগ্রাম অফিসার আইবি তপসী রানী দাস, সহকারী হিসাব রক্ষক শেখর মিত্র বড়ুয়া, সমাজকর্মী মো. নূর আলম ও মো. আনিছুর রহমান।
এছাড়াও বিভিন্ন নারী ও কৃষক এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিজিএস-এর কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,
“সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিলে তারা শিক্ষা জীবনে আরও এগিয়ে যেতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা সম্ভব হবে।”
আপনার মতামত লিখুন :