ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

আবারও একসঙ্গে খেলবেন সাকিব-মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৪:৫৯ পিএম

আবারও একসঙ্গে খেলবেন সাকিব-মাহমুদউল্লাহ

ছবি: সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ

দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের দুই পাণ্ডব সাকিব আল হাসান ও মিাহমুদউল্লাহ রিয়াদ। লাল-সবুজের জার্সি গায়ে দেশের হয়ে এই দুইজন একসঙ্গে খেলেছেন দীর্ঘ সময়। এবার যুক্তরাষ্ট্রের মাইনর টি-টোয়েন্টি লিগ আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে খেলবেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন এই দুই বাংলাদেশি তারকা।


সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি দলটি।


আয়োজকরা রিয়াদকে ‘স্টার’ আখ্যা দিয়ে তার অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে তারা লিখেছে, স্টারপাওয়ার আনলকড! মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টিতে ১৪১ ম্যাচ খেলে করেছেন ২ হাজার ৪শ’ ৪৪ রান এবং নিয়েছেন ৪১ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও পিসিএল ও সিপিএল এর মতো লিগ খেলারও অভিজ্ঞতা রয়েছে রিয়াদের।

উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের রাইদালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে এই টুর্নামেন্ট, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ছয়টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!