গত ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। এই ছবির হাত ধরেই প্রায় ১০ বছর পর দেব-শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখেছিলেন দর্শকরা। কিন্তু ‘ধূমকেতু’ যদি ২০২৫ সালে তৈরি হত, তাহলে কি শুভশ্রীকে ছবিতে নায়িকা হিসেবে বেছে নিতেন প্রযোজক দেব?
এক সাক্ষাৎকারে এই প্রশ্নে অভিনেতা জানিয়েছিলেন, শুভশ্রীর মুখের সারল্য হারিয়ে গিয়েছে। `রূপা` মুখের সারল্য তার মুখে খুঁজে পাওয়া যেত না বলেই তিনি হয়তো নায়িকাকে কোনও পার্শ্ব চরিত্রের জন্য বেছে নিতেন।
দেবের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তার মাঝেই দেবের এই কথার জবাবও দিয়েছিলেন শুভশ্রী। তারপর দেবও পাল্টা জবাব দেন। এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।
এর মাঝে পুরানো বিভিন্ন সাক্ষাৎকার উঠে আসছে। সেই আবহেই দেবের একটি ফ্যান পেজ থেকে দেবের একটি পুরানো সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ্যে এসেছে।
সেই সাক্ষাৎকারে দেবকে বলতে শোনা গিয়েছিল, ‘যখন ধূমকেতু নিয়ে ওর কাছে গিয়েছিলাম, তখন ২ বছর ধরে ওর কিছু কাজ আটকে ছিল। আমি ওকে বলেছিলাম যদি তোমার মনে হয় তুমি এই ছবিটা করো।’
দেবের কথায়, ‘আশা করি তোমার ভালো লাগবে। ও যেদিন ধূমকেতুর জন্য সই করল তারপর তিন দিনের মধ্যে ওর কাছে তিনটে ছবির অফার আসে। সেখানেও রাজনীতি। আমি বুঝতে পারলাম। তারপর ও আমাকে বলল ডেট বদলাতে।’
‘আমি বললাম, আবার তুমি একই ভুল করছো। আমি তো তোমার কাছে প্রথম এসেছিলাম এই ছবিটা নিয়ে। ও তখন বলে না ওরা বড় বড় হাউজ, বড় বড় ছবি। দেখো আমি তোমার ভালো চাই, তুমি ওটা করে নাও। আবার যখন আমার ছবি হবে তখন তোমার সঙ্গে যোগাযোগ করে নেব।’
দেবের ভাষ্যে, ‘আমার মনে হয়েছিল আমি এই ছবিটার জন্য অপেক্ষা করতে পারব না। ধূমকেতু আমার নিজের খুব কাছের একটা ছবি। আমার সব ডেট নেওয়া ছিল, তারমধ্যেই ছাড়তে হবে। কৌশিকদাও ব্যস্ত মানুষ। আমারও অনেকগুলো কমিটমেন্ট রয়েছে। তারপর ও ফেরে, ও ওই ছবিটা ছেড়ে দেয়। তবে আমার ভালো লাগছে যে একটা মেয়ে এখনও নিজের জায়গা ধরে রাখছে, লড়াই চালাচ্ছে।’
আপনার মতামত লিখুন :