ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

উত্তর কোরীয় নেতাকে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৮:০৭ পিএম

উত্তর কোরীয় নেতাকে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও কোরীয় নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত

উত্তর কোরীয় নেতা কিম জং উন-কে একটি বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এই বার্তা পাঠানো হয়। বিশেষ এই বার্তাটি কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহেরে নিউজ এজেন্সি।

বার্তায় ইরানের প্রেসিডেন্ট কিম জং উনকে ৯ সেপ্টেম্বর উদযাপিত ডিপিআরকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানান। কোরীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বার্তায় দুই দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

পেজেশকিয়ান বলেন, দুই দেশের সম্পর্ক শুধু বর্তমানেই সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতেও তা আরও দৃঢ় ও মজবুত হবে। তিনি দুই দেশের নেতাদের আন্তরিক ইচ্ছাশক্তিকে এ উন্নয়নের মূল কারণ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

কিম জং উনের সুস্বাস্থ্য এবং দেশ পরিচালনায় সফলতা কামনা করেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি কোরীয় প্রজাতন্ত্রের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধিও কামনা করেছেন। বার্তায় আরও বলা হয়েছে, দুই দেশের মধ্যকার ঐতিহ্যবাহী সম্পর্ক ও সহযোগিতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে নতুন দিকনির্দেশনা তৈরি করবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের বার্তা কেবল শুভেচ্ছা নয়, এটি কূটনৈতিকভাবে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার একটি মাধ্যম। ইরান ও কোরীয় প্রজাতন্ত্রের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে এর গুরুত্বও উল্লেখযোগ্য।

এই বার্তার মাধ্যমে দেখা যায়, আন্তর্জাতিক মঞ্চে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার জন্য উভয় নেতা আগ্রহী এবং ভবিষ্যতে তা বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!