ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনে সাংবাদিকদের কার্ডে নাম-পদবিতে বানান ভুলের হিড়িক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:২৯ এএম

ডাকসু নির্বাচনে সাংবাদিকদের কার্ডে নাম-পদবিতে বানান ভুলের হিড়িক

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের জন্য ইস্যুকৃত কার্ডে নাম-পদবিতে বানান ভুলের হিড়িক দেখা গেছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা চলছে। সাংবাদিকরাও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ -এর চিফ রিটার্নিং অফিসার সাক্ষরিত ইস্যুকৃত কার্ডে দেখা গেছে, ডেইলি সান-এর স্টাফ করেসপন্ডেন্ট শেখ নাসির উদ্দিন-এর নাম লেখা হয়েছে শেখ নাসির উদ্দির। তার পদবি Staff Correspondent এর Stff বানানে a নাই। এখন টিভির স্টাফ রিপোর্টার মো. আজহারুজ্জামান-এর নাম ঠিক থাকলেও পদবি লেখা হয়েছে ‘স্যার রিপোর্টার’।অপরদিকে, বাসসের Apprentice Reporter মো. আজম ইসলামের কর্মপ্রতিষ্ঠান Bangladesh Sangbad Sangstha এর স্থলে লেখা হয়েছে Sanghtha। সময়ের আলো পত্রিকার রিপোর্টার জাহেদুল ইসলামের নাম লেখা হয়েছে জাহেদুই ইসলাম। জি টিভি’র স্টাফ রিপোর্টার মাহি মুবাশশির হাসান এর নাম ঠিক থাকলেও পদবি লেখা হয়েছে স্টফ রির্পোটার।

অপরদিকে, চ্যানেল আইয়ের মাল্টিমিডিয়া জার্নালিস্ট মো. হারুন অর রশিদ এর নাম লেখা হয়েছে মো: হারুর-অর-রশিদ।

বর্তমান বাংলাদেশ

Link copied!