ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিমের দায়িত্ব এখনও টিকে আছে, অথচ দলের খারাপ ফলাফল যেন “হরর শো”এর মতো। ৪৬ ম্যাচে মাত্র ১৭ জয়, ইউরোপা লিগের ফাইনাল হেরে যাওয়া এবং ক্যারাবাও কাপের গ্রিমসবি বিপর্যয়— সব মিলিয়ে সমালোচনার ঝড় বইছে। কিন্তু তবুও চাকরি টিকে আছে আমোরিমের। এজন্য অবশ্য ভাগ্য নয় দায়ী আমোরিমের চমৎকার চেহারা এবং ব্যক্তিত্ব, এমন দাবি করেছেন প্রাক্তন লিভারপুল তারকা জেমি ক্যারাগার।
ক্যারাগারের মতে, ‘ফলাফলের দিক থেকে পরিস্থিতি ভয়ঙ্কর, কিন্তু প্রেস কনফারেন্সে তার ব্যক্তিত্ব এবং সুদর্শন উপস্থিতি তাকে বাঁচিয়েছে। যদি তিনি এত চমৎকার দেখতে না থাকতেন, হয়তো অনেক আগে চাকরি হারাতেন।’
আমোরিম গত বছরের নভেম্বরে ওল্ড ট্রাফোডে হেড কোচের দায়িত্ব গ্রহণ করেন। তবে ৪৬ ম্যাচে মাত্র ১৭ জয় এবং ১৭ হারের মধ্যে দলের খারাপ পারফরম্যান্স, ইউরোপা লিগের ফাইনাল হারে যাওয়া এবং ক্যারাবাও কাপের গ্রিমসবি বিপর্যয়— সব মিলিয়ে সমালোচনার ঝড় তুলেছে।
লিভারপুলের এই কিংবদন্তির মতে, ‘আমোরিম প্রেস কনফারেন্সে চমৎকার ব্যক্তি। তবে যদি তিনি জিততে না পারতেন, মানুষ বলতো—‘চুপ কর, কথা বলা বন্ধ কর।’ কিন্তু তিনি জিতলে সবাই ভাবত, ‘দারুণ চরিত্র এবং ব্যক্তিত্ব’।
তিনি আরও যোগ করেন, ‘আমোরিম এখনও খুবই তরুণ কোচ। স্পোর্টিং লিসবনের সঙ্গে যা অর্জন করেছেন, তা সহজ নয়। কিন্তু প্রিমিয়ার লিগের অন্য কোচদের সঙ্গে তুলনা করলে দেখা যায়, অনেকেই লিগ জেতার চেষ্টা না করেও বেশি অভিজ্ঞ। এমন অবস্থায় ম্যানইউকে শীর্ষে ফিরিয়ে আনা তার জন্য কঠিন হবে।’
গত মৌসুমে ১৫তম স্থানে শেষ করা ম্যানইউ, এই মরশুমের শুরুতে ৯ম স্থানে আছে। আন্তর্জাতিক বিরতির পর দল ফের খেলবে ম্যানচেস্টার সিটি এবং চেলসির সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে।
ক্যারাগারের মতে, আমোরিমের ভবিষ্যৎ ফলাফলের ওপর নির্ভরশীল, এবং তার ব্যক্তিত্ব এবং চেহারা এখন পর্যন্ত তাকে চাপ থেকে রক্ষা করেছে।
আপনার মতামত লিখুন :