ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সীমানা নির্ধারণ নিয়ে শুনানি শেষ, দ্রুত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৮:৪৭ পিএম

সীমানা নির্ধারণ নিয়ে শুনানি শেষ, দ্রুত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত খসড়া নিয়ে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত শুনানি শেষ হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে গত ২৩ আগস্ট থেকে আজ ২৭ আগস্ট পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হয়।

 

দেশের ৩৩টি জেলার ৮৪টি আসনের বিষয়ে প্রাপ্ত দাবি-আপত্তির ওপর এই শুনানি হয়েছে বলে জানান ইসি সচিবালয়ের কর্মকর্তারা।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

 

তিনি বলেন, গত ৩০ জুলাই প্রকাশিত খসড়ার ওপর ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জানানোর সময় ছিল। এই সময়ের মধ্যে ৩৩টি জেলার ৮৪টি আসন সম্পর্কে মোট ১ হাজার ৮৯৩টি আপত্তি ও সুপারিশ জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ ছিল।

ইসি সচিব আরও বলেন, গত চার দিনে ৬৪টি আসনের ওপর শুনানি হয়েছে। যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের মতামত তুলে ধরেছেন। উভয় পক্ষের মতামত শোনার পর এখন তথ্যগুলো পর্যালোচনা করছে কমিশন। খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

 

ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের শুনানি চলাকালে অপ্রীতিকর ঘটনার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, এটি ছিল অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা (রোডম্যাপ) সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি চূড়ান্ত করা হয়েছে এবং আগামীকাল (২৮ আগস্ট) বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, যেহেতু ৮৪টি আসনের সীমানা নিয়ে আপত্তি জমা পড়েছে, তাই চূড়ান্ত তালিকায় মূলত এই আসনগুলোতেই পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। যেখানে কোনো আপত্তি নেই, সেখানে হাত দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কোনো ব্যক্তির পাসপোর্ট জব্দ করার নির্দেশ ইসি দেয়নি। কারণ এটি তাদের এখতিয়ারের বাইরে।

বর্তমান বাংলাদেশ

Link copied!