ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

কেন্দ্রে ও ভোট গণনার সময় সেনাবাহিনী রাখা সন্দেহজনক: উমামা ফাতেমা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৮:৩৫ পিএম

কেন্দ্রে ও ভোট গণনার সময় সেনাবাহিনী রাখা সন্দেহজনক: উমামা ফাতেমা

ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে ও ভোট গণনার সময় সেনাবাহিনী রাখাকে সন্দেহজনক হিসেবে দেখছেন ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। প্রার্থীদের মতামত ছাড়া এমন সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং সেনাবাহিনীর উপস্থিত দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি। 
বুধবার (২৭ আগস্ট) সন্ধ‍্যায় মধুর ক‍্যান্টিনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন উমামা ফাতেমা।


এ সময় নির্বাচনী প্রচারণার সময় বাড়ানোর দাবি জানান তিনি। একইসঙ্গে দৃশ‍্যমান প্রচার-প্রচারণা না রাখায় ক্ষোভ প্রকাশ করেন উমামা। বলেন, যদি দৃশ‍্যমান প্রচারণা না চালানো যায় তাহলে কীভাবে ৪০ হাজার শিক্ষার্থীর কাছে প্রার্থীরা পরিচিত হবে।

উমামা বলেন, ভোটের গ্রহণের সময় পরীক্ষা থাকার কারণে শিক্ষার্থীরা ক‍্যাম্পেইনে আগ্রহ দেখাচ্ছেন না। আমরা চাই শিক্ষার্থীরা যেনো নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে আবার নির্বাচনও যেনো নির্বিঘ্নে সম্পন্ন হয়।

অভিযোগ জানিয়ে উমামা বলেন, নারী প্রার্থীরা বুলিংয়ের শিকার হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়নি।


ভোটের ফলাফল ঘোষণার সময় বেশি নিলে ডাকসুতে অংশ নেওয়া রাজনৈতিক সংগঠনগুলো ফলাফল পরিবর্তন করে দেবে বলেও অভিযোগ উমামার। ভোট শেষে গণনা করে ফলাফল প্রকাশের দাবি জানান তিনি।

বর্তমান বাংলাদেশ

Link copied!