আগেই দলীয় প্রতীক হিসেবে “কলম” চেয়ে ইসিতে আবেদন করে রাখার দাবিকে নৈতিক দাবিদার ও হকদার উল্লেখ করে ফের নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি।
এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাগ্রত পার্টির জন্য “কলম” প্রতীক বরাদ্দ চেয়ে গত ২৮ ফেব্রুয়ারি ইসি সচিব বরাবর একটি চিঠি দেয়া হয়। তারা জানায়, গত ২২ জুন নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদন শেষে সংবাদ মাধ্যমের বরাতে জাগ্রত পার্টি জানতে পারে আরো বেশ কয়েকটি পার্টি দলীয় প্রতীক হিসেবে “কলম” চেয়েছে। কিন্তু গত বছর ২৮ নভেম্বর জাগ্রত পার্টির জন্মলগ্নে গঠিত গঠনতন্ত্র এবং ষোষনা পত্রে দলীয় প্রতীক হিসেবে “কলম” ব্যবহার করা হয়। এছাড়া নির্বাচন কমিশন ঘোষিত নিবন্ধন কার্যক্রমের একেবারে শুরুর দিকেই দলীয় প্রতীক হিসেবে “কলম” চেয়ে ইসিতে চিঠি দিয়ে রাখে জাগ্রত পার্টি।
সেই চিঠির আলোকে সব কিছু বিবেচনায় রেখে নৈতিকভাবে “কলম” প্রতীকের প্রথম দাবিদার ও একমাত্র হকদার বলে দাবি জানায় বাংলাদেশ জাগ্রত পার্টি।
তাই নিবন্ধনের জন্য আবেদনকৃত নতুন রাজনৈতিক দলগুলোর কাগজপত্র যাচাই বাছাইয়ের পর প্রতীক বরাদ্দের সময়ে তাদের চিঠিটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহবান করেছে বাংলাদেশ জাগ্রত পার্টি।
আপনার মতামত লিখুন :