ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

পলাশে যুবদল নেতা মনিরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আল আমিন মুন্সী, নরসিংদী

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০১:০৯ পিএম

পলাশে যুবদল নেতা মনিরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ছবি- বর্তমান বাংলাদেশ।

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামান মনিরকে বহিষ্কারের দুই দিনের  মধ্যে তা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান।


তিনি বলেন, বুধবার ঢাকায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের জরুরি  তলবে  আমি সহ নরসিংদী জেলা যুবদলের সভাপতি ও পলাশের নেতৃবৃন্দ উপস্থিত হই। সেখানে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে  বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।


বিষয়টি প্রয়োজনে  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও  জানানো হবে। এর আগে, সোমবার (৭ জুলাই)  জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক নাজমুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার আদেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল , দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের আদর্শ ও নীতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল। পাশাপাশি  মনির উজ্জামান মনিরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে নদীপথে ২টি ট্রলারে করে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল কারখানায় প্রবেশ করে শ্রমিকদের ৬টি কক্ষে ভাঙচুর চালায় এবং মোবাইল, ল্যাপটপ ও মালামাল লুট করে নেয়। হামলায় অন্তত ৭ জন শ্রমিক আহত হন। পরে, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ মনিরুজ্জামানকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫/৬ জনকে অভিযুক্ত করে পলাশ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করে।


এ মামলায় (৫ জুলাই) রাতে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । পরের দিন আদালতের মাধ্যমে মনিরুজ্জামান মনিরকে কারাগারে পাঠানো হয়। পরে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে তাকে কোর্টে তোলা হলে তার মুক্তির দাবিতে আদালত চত্ত্বরে বিক্ষোভ মিছিল করে তার সমর্থিত কয়েক শতাধিক নেতাকর্মী।

বর্তমান বাংলাদেশ

Link copied!