পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৯ বাস যাত্রীকে অপহরণের পর হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) একাধিক বাস থেকে তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্ধ।
বিজ্ঞাপন
বাসগুলো বেলুচিস্তান থেকে পাঞ্জাবে যাচ্ছিল। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাঞ্জাবীয় হওয়ায় এই মানুষদের অপহরণ ও হত্যা করা হয়।
নাভিদ আলম নামে অপর এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মরদেহগুলো গুলিবিদ্ধ অবস্থায় পাহাড়ি অঞ্চল থেকে উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেছেন, ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিরীহ মানুষদের ওপর হত্যাকাণ্ডের কঠোর বদলা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
শেহবাজ শরীফের অভিযোগের পর ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। এছাড়া কোনো সন্ত্রাসী গোষ্ঠী হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।
বিজ্ঞাপন
বেলুচিস্তানে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) নামে একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। তারা খনিজ সমৃদ্ধ আফগানিস্তান-ইরান সীমান্তবর্তী এ অঞ্চলে দীর্ঘদিন ধরে স্বাধীনতা চেয়ে আসছে।
বেলুচিস্তানের মানুষদের অভিযোগ তাদের এখানে থাকা প্রাকৃতিক সম্পদ চুরি করে সেগুলো পাঞ্জাব অঞ্চলের উন্নয়নে ব্যবহার করে পাকিস্তান সরকার।
সূত্র: আলজাজিরা
আপনার মতামত লিখুন :