ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

প্রতিষ্ঠাবার্ষিকী-জুলাই গণঅভ্যূল্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১২:৪৯ পিএম

প্রতিষ্ঠাবার্ষিকী-জুলাই গণঅভ্যূল্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী এবং জুলাই গণঅভ্যূল্থান দিবস উপলক্ষে রাজধানীর উত্তরায় একটি র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ। 

মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে উত্তরার দিয়াবাড়ীতে এ র‌্যালির আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ এফ এম মফিদুল ইসলামের নেতৃত্বে এ র‌্যালিতে আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ এফ এম মফিদুল ইসলাম জানান, আমি আমার সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। আজ ৫ আগস্ট বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। মরহুম নাজিউর রহমান মঞ্জু এই দল প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, ‘আপনারা জানেন আজকে জুলাই গণঅভ্যূল্থান দিবস। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই দিনটা সামনে পেয়েছি। কিন্তু আমরা শঙ্কিত। যে লক্ষ্যে এ দেশ আমরা এগিয়ে নিতে চেয়েছিলাম কতটুকু সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। এ সরকার কতটুকু সফল হয়েছে। আজকে আমরা বিভিন্ন উপদেষ্টাকে দেখতে পারি বাংলাদেশের খেলা দেখতে মিরপুর যেতে পারেন। কিন্তু আমার ভাইয়েরা মাইলস্টোন কলেজে ট্রাজেডি হয় উপদেষ্টারা এখানে আসতে পারেন না। আমরা শঙ্কিত কোন বাংলাদেশ চেয়েছিলাম। নির্বাচন নিয়ে কত রকম ষড়যন্ত্র হচ্ছে, আমরা পিআর পদ্ধতি চাই। আসলে আমরা জানি না পিআর পদ্ধতির জন্য আমরা কতটুকু প্রস্তুত।’

এ এফ এম মফিদুল ইসলাম আরও বলেন, ‘নির্বাচন পেছানোর জন্য যারা ষড়যন্ত্র করছে তারা এ দেশের ভালো চায় না। আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাই না এ দেশ পিছিয়ে যাক, কোনো ফ্যাসিবাদের কায়েম হোক। আমরা চাই ঐক্য। আমাদেও মধ্যে মতবিরোধ থাকতে পারে, নানা দ্বিমত থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেন ঐক্য থাকি।’

বাংলাদেশ জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, ‘বিজেপি জোটবদ্ধভাবে নির্বাচন করবে নাকি, এককভাবে নির্বাচন করবে; সেটা এখনই বলা যাচ্ছে না। আমরা সেটা সবাইকে জানাবো।’

নির্বাচনের ষড়যন্ত্র নিয়ে এই ছাত্রনেতা বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে একটি মহল ষড়যন্ত্র করেই যাচ্ছে। যেটা কি-না বাংলাদেশকে আরও পিছিয়ে দেওয়ার পায়তারা করা হচ্ছে। কিন্তু আমরা চাই সেটা যেন রুখে দেওয়া যায়। অবিলম্বে সরকার যেন নির্বাচনের তারিখ ঘোষণা করে দেয়, তাহলে আমি মনে করি ৫০ শতাংশ সমস্যা এমনি সমাধান হয়ে যাবে।’

বর্তমান বাংলাদেশ

Link copied!