জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি।
শনিবার (২৩ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় তিনি জানান, বৃষ্টির কারণে কৃষকের সবজি নষ্ট হয়ে যাচ্ছে, তাই দাম বেশি।
পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নির্বাচন বানঞ্চালের চেষ্টা সফল হবে না। নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের মহড়া বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এদিকে, দুপুরে রাজধানীর দারুস সালাম থানা পরিদর্শন করেন জাহাঙ্গীর আলম। মিরপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেশি হয়, এমন কথা উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
আপনার মতামত লিখুন :