ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের মিথ্যা প্রপাগ্রাণ্ডা ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৭:২৮ পিএম

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের মিথ্যা প্রপাগ্রাণ্ডা ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দেশের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক কথা বার্তা ও অন্তর্বতী সরকারের উপদেষ্টাগনের বিরুদ্ধে মিথ্যা অপ্রপ্রচার সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যা প্রপাগ্রাণ্ডা চড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাধারণ ছাত্র জনতা। 

শহরতলীর বড়হাট একাকায়  শনিবার ১৬ আগষ্ট সাধারণ ছাত্র জনতা ব্যানারে বক্তব্য প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, যুগ্ম-আহ্বায়ক রাসেল আহমেদ, মৌলভীবাজার সরকারী কলেজের ছাত্র  রাসেল আহমদ ও সোহান মিয়া, সেলিম আহমেদ, সদস্য সাধারণত ছাত্র জনতা খোকন আহমেদ সহ মৌলভীবাজার সদর সাধারন ছাত্র জনতা উপস্থিত ছিলেন। 
 

বক্তারা বলেন, পালাতক ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব জুলাই আন্দোলনে স্বৈরাচার সরকারের পক্ষে সক্রিয় ভুমিকা রাখে। বর্তমানে দেশের বাহিরে থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেশ বিরোধী সড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

বর্তমান বাংলাদেশ

Link copied!