চব্বিশের গণঅভ্যুত্থানের পটপরিবর্তনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাবেক দুই ভিপি মনে করছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ভূমিকার ওপর প্রার্থীদের গ্রহণযোগ্যতা বিবেচনা করতে পারেন ভোটাররা। জাতীয় রাজনীতির গতিপ্রকৃতিতেও প্রভাব রাখবে এবারের ডাকসু নির্বাচনে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু`র এবারের নির্বাচন অতীতের যেকোন সময়ের চেয়ে ভিন্ন। ছাত্রলীগ নেই ভোটের মাঠে। আবার ফ্যাসিবাদ বিরোধী মিত্রদের মধ্যে হবে ভোটের লড়াই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্র সংগঠনগুলো এরই মধ্যে প্যানেল ঘোষণা করেছে, চলছে সম্ভাব্য প্রার্থীদের কার্যক্রমও। চব্বিশের গণঅভ্যুত্থানে প্রার্থীদের ভূমিকা, ভোটের ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন ডাকসুর দুই প্রজন্মের সাবেক দুই ভিপি।
এবার ডাকসু নির্বাচনের সময়ে নেই দলীয় সরকার। প্রার্থীরা প্রশাসনিক প্রভাবমুক্ত থাকলে ভোটারাও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে করছেন স্বাধীন বাংলাদেশে ডাকসু`র প্রথম ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম ও সবশেষ নির্বাচনের ভিপি নুরুল হক নুর।
আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রার্থীদের গ্রহণযোগ্যতা ষ্পষ্ট হবে বলে মনে করছেন সাবেক এই দুই ভিপি।
আপনার মতামত লিখুন :