ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সাইফুজ্জামানের অর্থপাচারে সহযোগী প্রদীপের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৭:১৪ পিএম

সাইফুজ্জামানের অর্থপাচারে সহযোগী প্রদীপের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচারের সহযোগী প্রদীপ কুমার বিশ্বাসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের উপ-সহকারী পরিচালক সজীব আহমেদ বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ড ৯ সদস্যের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করেছে। অনুসন্ধানকালে জানা যাচ্ছে, তিনি সাইফুজ্জামান চৌধুরীর মানিলন্ডারিংয়ের অন্যতম হোতা। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি দেশত্যাগ করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিতকরণ আবশ্যক।

বর্তমান বাংলাদেশ

Link copied!