ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

আড়াই বছর পর বেনাপোল দিয়ে এলো ভারতীয় পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৭:১২ পিএম

আড়াই বছর পর বেনাপোল দিয়ে এলো ভারতীয় পেঁয়াজ

ছবি: সংগৃহীত

আড়াই বছর পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিনটি চালানে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এতে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। 
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার। তিনি জানান, ভারত থেকে তিনটি চালানে ৬০ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে ঢুকেছে। মান পরীক্ষা শেষে তা খালাসের অনুমতি দেওয়া হয়েছে।


আমদানির খবরে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলারে আমদানি মূল্য দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৪২৯ টাকা। সে ক্ষেত্রে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে প্রায় ৩৮ টাকা।

এগুলো মানভেদে ৫৭-৬০ টাকার মধ্যে বিক্রি করা সম্ভব বলেও জানান তিনি।

বর্তমান বাংলাদেশ

Link copied!