ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সান্তাহারে দীর্ঘ ১৮ বছরও চালু হয় নাই সান্তাহার বিশ্ব শয্যা হসপিটাল

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৪:১৭ পিএম

সান্তাহারে দীর্ঘ ১৮ বছরও চালু হয় নাই সান্তাহার বিশ্ব শয্যা হসপিটাল

বগুড়া আদমদীঘি সান্তাহার তোক্কালীন বিএনপির সরকার এর সময় ২০০৬ সালের ২২ অক্টোবর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে হাসপাতালটি উদ্বোধন করা হয়।সিএমএমইউ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থায়নে ও তত্ত্বাবধানে ৩ কোটি ৩৩ লাখ ১২ হাজার টাকা বায়ে সান্তাহার রথ বাড়ী এলাকায় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এর নির্মাণকাজ শুরু হয় ৫০ ভাগ নির্মাণ কাজ হওয়ার পর হঠাৎ কাজ বন্ধ হয়ে যায় ফাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় মদ ও জুয়ার আখড়ায় পরিণত হয় দীর্ঘ দিন ধরে।১৫ বছর পর সংস্কারকাজ শুরু হয় ২০২১ সালে কাজ সমাপ্ত করে ২৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় তারা বিভিন্ন সরকারি হসপিটালে কর্মরত রয়েছেন। হসপিটালে এর অফিস সহকারী সঙ্গে কথা বলে জানা যায় হসপিটালটি চালু করতে আরো পাঁচ কোটি টাকা লাগবে। সাবেক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুল ইসলাম বলেন সান্তাহারে প্রায় লক্ষাধিক মানুষ বসবাস করে হসপিটালটি চালু না থাকায় সাধারণ জনগণ ভোগান্তির শিকার হয় প্রতিদিন।এলাকাবাসী সেলিম জানান পার্শ্ববর্তী হসপিটাল নওগাঁ জেলায় ও আদমদীঘি হওয়াতে তাদের অনেক ভোগান্তির শিকার হতে হয় । এই হসপিটালটি চালু হলে তাদের চিকিৎসা সেবার মান বেড়ে যেত সান্তাহার বাসীর জন্য।আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মটো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন না ধরায় যোগাযোগ করা সম্ভব হয় নাই।

বর্তমান বাংলাদেশ

Link copied!