নেত্রকোনার মোহনগঞ্জের ভাটিয়া গ্রামে অনার্স ফাইনাল ইয়ারে পড়ুয়া এক যুবককে `দাড়ি` নিয়ে কটাক্ষের অভিযোগে গলায় জুতা পরিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার বিকালে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
এরআগে গত মঙ্গলবার রাত ৮টার দিকে ভাটিয়া গ্রামে নিজ ঘরে ঢুকে পরিবারের সামনে রাজন বিশ্বশর্মা (২২) নামে ওই যুবককে নির্যাতন করে জুতার মামলা পরায় স্থানীয় উশৃংখল ১৫-১৬ জন যুবক।
ভুক্তভোগী রাজন বিশ্বশর্মা উপজেলার সুয়াইর ইউনিয়নের ভাটিয়া গ্রামের সানন্দ চন্দ্র বিশ্বশর্মার ছেলে। তিনি ময়মনসিংহের একটি কলেজে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি এলাকায় থেকে বাড়ির পাশে করাচাপুর বাজারে স্থানীয় শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান।
এ বিষয়ে রাজন বিশ্বশর্মা বলেন, এলাকায় আমার প্রাইভেটে প্রচুর শিক্ষার্থী আসতেছিলো। এটা দেখে আরও অনেকে যারা প্রাইভেট পড়ান তারা ঈর্ষান্বিত হয়ে আমাকে নানাভাবে হয়রানি করে আসছিলো। গত সোমবার পাশের গ্রামের তামিম নামে এক বন্ধু ফেসবুকে লিখেছিলো, আমি তাতে কমেন্ট করায় পাশের গ্রামের কয়েকজন যুবক এটাকে ধর্ম অবমাননা দাবি করে আমাকে হুমকি দেয়। পরে গত মঙ্গলবার রাতে ১৫-১৬ জন ঘরে ঢুকে পরিবারের সামনে আমাকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। তবে মারধরকারী যুবকদের তিনি চেনেন না বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনার পর লজ্জায় আমি মুখ দেখাতে পারছি না। আমার জীবনটাই ধ্বংস করে দিয়েছে। পরিবারের সবাই এখন আতংকে দিন কাটাচ্ছে।
আমি পড়াশোনা জানা মানুষ। সকল ধর্মের প্রতি আমার সম্মান রয়েছে।
ওই ফেসবুক কমেন্টে দেখা গেছে, মোহাম্মদ ইবনে তামিম নামে একজন তার নিজের ফেসবুকে দাড়ি নিয়ে একটি পোস্ট করেন। রাজন বিশ্বশর্মা ওই পোস্টের কমেন্টে একটা দাড়িওয়াল ছাগলের ছবি দিয়ে লিখেন- `এই যে শক্ত পুরুষ`। তার কমেন্টের পর ওই পোস্টে অনেককে বিরূপ মন্তব্য করতে গেছে।
ছড়িয়ে পরা ৩২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ঘরের ভেতর রাজন বিশ্বশর্মাকে মারধর করে জুতার মালা পরানো হচ্ছে। এসময় রাজনকে কাঁদতে দেখা গেছে। তবে হামলাকারীদের চেহারা দেখা যায়নি ওই ভিডিতে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য (৯ নম্বর ওয়ার্ড) সেবক সরকার বলেন, শুনেছি দাড়ি নিয়ে ফেসবুকে কমেন্ট করার জন্য কয়েকজন যুবক রাজন বিশ্বশর্মাকে নির্যাতন করে জুতার মালা পরিয়েছে।
একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আলীপুর গ্রামের বাসিন্দা আল মামুন বলেন, ধর্ম অবমাননার অভিযোগে রাজন বিশ্বশর্মাকে ঘরে ঢুকে নির্যাতন করে জুতার মালা পরিয়েছে স্থানীয় কিছু লোকজন।
আজ বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এমন কোন খবর পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ছবি ভিডিও থেকে নেওয়া- রাজন বিশ্বশর্মাকে জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়।
আপনার মতামত লিখুন :