নওগাঁর মান্দা উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতবাড়িয়া (মীরপুর) এলাকার মিলনের ইটভাটা সংলগ্ন নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার গণেশপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০) এবং একই গ্রামের এমদাদুল হকের ছেলে ইয়ামিন আলী (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহতরা সবাই বন্ধু। আড্ডা দেওয়ার জন্য তিনটি মোটরসাইকেলে করে সতীহাট এলাকা থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন তাঁরা। পথে মিলনের ইটভাটা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অপর দুটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন মারা যান। গুরুতর আহত ইয়ামিনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত চারজন হলেন—মীরপুর গ্রামের নেকবর আলীর ছেলে আশিক (২০), গণেশপুর গ্রামের আফতাবের ছেলে সাদিক (২০), সবুজের ছেলে তরুণ (২০) এবং শ্রীরামপুর গ্রামের আমজাদের ছেলে আনোয়ার (২০)। তাঁদের মধ্যে গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।”
আপনার মতামত লিখুন :