ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

রাস্তার পাশে পলিথিনে মোড়ানো ছিল নবজাতকের মরদেহ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৫:৩৩ পিএম

রাস্তার পাশে পলিথিনে মোড়ানো ছিল নবজাতকের মরদেহ

ছবি বর্তমান বাংলাদেশ

রাস্তার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় পরেছিল অপরিনত বয়সের এক নবজাতকের মরদেহ। বিষয়টি স্থানীয়রা পুলিশ কে অবহিত করলে মরদেহটি উদ্ধার করে তারা। ঘটানটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের বিষ্ণপুর এলাকায় ঘটেছে।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় উপজেলার সাখুয়া ইউনিয়নের রাগামারা-রামপুর সড়কের পাশে অপরিনত বয়সের নবজাতকের মরদেহটি পরে থাকতে দেখা যায়। স্থানীয়রা বিষয়টি দেখে ত্রিশাল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা মনে করছেন, ঘটনাটি অবৈধ গর্ভপাতের ফল হতে পারে। নবজাতকটি মায়ের গর্ভে পাঁচ থেকে ছয় মাস বয়সে ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

সাখুয়া ইউপির সদস্য আব্দুর রশিদ বলেন, ‘রাস্তার পাশে কে বা কারা নবজাতককে ফেলে রেখে গেছে তা বলা যাচ্ছে না। মনে হচ্ছে এটি অবৈধ গর্ভপাতের ঘটনা।’ ‘নবজাতকটি দেখে বোঝা যায়, গর্ভে পাঁচ-ছয় মাস ছিল। কান, চুল, হাত-পা সবই তৈরি হয়েছে।

খবর পেয়ে থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে যায় বলে নিশ্চিত করে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, কে বা কারা নবজাতকের মরদেহ ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’ মরদেহটি উদ্ধার করা হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!