ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলের শোক

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৫:১১ পিএম

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলের শোক

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাসিম আকনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ নাসিম আকনের হৃদয়বিদারক মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত হয়েছি। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাসিম আকনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দল ও রাজনীতিতে নাসিম আকনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!