নীলফামারীর জলঢাকা উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান সমন্বয়ক রেজাউল করিম রাজুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা চত্বরে ‘সাধারণ ছাত্র ও জনতা’ ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা মনিরুজ্জামান মিঠু। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন কিছুদিন আগে রেজাউল করিম রাজুর অপকর্মের কারণে এনসিপির উপজেলা কমিটির প্রায় সাতজন নেতা পদত্যাগ করেছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, রেজাউল করিম রাজু অতীতে ফ্যাসিস্ট হাসিনার দোষর ছিলেন, কিন্তু ৫ আগস্টের পর টাকা-পয়সা ও প্রভাব খাটিয়ে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কের পদে আসীন হন। এরপর থেকে তিনি এনসিপির নাম ব্যবহার করে জলঢাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ছাত্রলীগের সক্রিয় কর্মীদের পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, রেজাউল করিম রাজু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া (বট) আইডির মাধ্যমে সাধারণ ছাত্র ও জনতাকে হুমকি দিচ্ছেন। এসব কর্মকাণ্ডের দ্রুত প্রতিকার ও রাজুসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়

আপনার মতামত লিখুন :