ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও সহকারী নিহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ১২:১৫ পিএম

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও সহকারী নিহত

ছবি: বর্তমান বাংলাদেশ।

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছে।

ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৬ টার দিকে  ঢাকা-ময়মনসিংহ মহাসকের বৈলর বড় পুকুর পাড় জামে মসজিদ এলাকায় ময়মনসিংহ গামী মালবাহী একটি ট্রাককে অপর একটি ট্রাক পিছন দিক থেকে স্বজোড়ে ধাক্কা দিলে একটি ট্রাকের অজ্ঞাত চালক (২৮) ও হেলপার গুরুতর আহত হয়।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাই।ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে নিহত ঘোষণা করেন।তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁরা ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও তাঁর সহকারী।’

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রাশেদ আহমেদ জানান, চালক ও হেলপার হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ 
জানান, দুর্ঘটনা স্থানেই একজন নিহত হয় এবং তার সহযোগী হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

বর্তমান বাংলাদেশ

Link copied!