ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৭:২৬ এএম

নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন

ছবি বর্তমান বাংলাদেশ

নওগাঁর মহাদেবপুর উপজেলার পাঘা বছির উদ্দীন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তারের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে মাদ্রাসার মুল ফটকের সামনের রাস্তায় এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তাজনুর আক্তার মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমে স্বেচ্ছাচারিতা করছেন। তিনি নিয়মবহির্ভূতভাবে একাধিক সিদ্ধান্ত গ্রহণ, পকেট কমিটি গঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের জমি লিজ দেওয়াসহ নানা অনিয়মে জড়িত।

বক্তারা আরও অভিযোগ করেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে তাজনুর আক্তার ক্ষমতার অপব্যবহার করছেন। তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই  হয়রানির শিকার হন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আলতাফ হোসেন। এতে বক্তব্য রাখেন মাসুদ রানা লাকি, আল ফারুক, মাহমুদুল হাসান, আব্দুল মান্নান, সাগর, সাদেক আলী ও ফজলে রাব্বী প্রমুখ।

বর্তমান বাংলাদেশ

Link copied!