ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

মানুষকে আল্লাহ বানানোর চেষ্টা করবেন না: হাবিব উন নবী খান সোহেল

মো.ওমর সিদ্দিক রবিন, কিশোরগঞ্জ

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:৫৩ পিএম

মানুষকে আল্লাহ বানানোর চেষ্টা করবেন না: হাবিব উন নবী খান সোহেল

ছবি: বর্তমান বাংলাদেশ।

মানুষকে দেবতা বানানোর চেষ্টা করেন না, মানুষকে আল্লাহ বানানোর চেষ্টা কইরেন না, করলে কিছুই তো হবে না যেটা তৈরি হবে সেটাকে বলে রাক্ষুস । এর আগেও চেষ্টা করেছিলেন ৭২ থেকে ৭৫ কি তৈরি হয়েছে আপনাদের নেতাকে নিয়ে এটা সেটা কি যে করলেন আপনারা দেশব্যাপী ।

বুধবার (২০ আগস্ট) বাজিতপুর উপজেলা  দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন মানুষকে নিয়ে বেশি টানাটানি করলে মানুষ আর, মানুষ থাকে না ,মানুষ ফেরাউনে পরিণত হয় । এখন আবার হাসিনাকে নিয়ে শুরু করেছে বক্তব্য কি  আপা,আপনি মানেই হযরত , আপনার মাঝেই বরকত । আমি কি বাড়িয়ে বলেছি বলেন । আমি চেষ্টা করি যেটা সত্য, যেটা ফ্যাক্স, সেটা তুলে ধরার জন্য ।


তিনি আরো বলেন  আমি আরএকটা মিটিংয়ে বলেছিলাম টেলিভিশন তো খুব একটা দেখা হয় না কোথায় জানি গিয়েছিলাম , যাওয়ার পর দেখলাম পার্লামেন্টের অধিবেশনে বক্তব্য দিচ্ছেন এক পার্লামেন্ট মেম্বার কি জানি নাম তার, তিনি বক্তব্য দিচ্ছেন আমার একদিন শখ হল, আমি পদ্মা পাড়ে যাবো, আমি পদ্মার পাড়ে গেলাম, তারপর দেখলাম পদ্মা সেতুর শেষ পিলারটা শুধু বাকি আছে, ঠিক এই অবস্থায় আমি পদ্মা সেতুকে জিজ্ঞেস করলাম, হে পদ্মা সেতু আমার তুমি গর্বের সাথে অহংকারের সাথে দাঁড়িয়ে আছো, তোমার এই গর্বের ,এই অহংকারের মূল শক্তিকে, আমি তাকিয়ে দেখলাম, এবং আরো জিজ্ঞেস করলাম, তুমি কি শুধুমাত্র একটি ইট-পাথরের স্ট্রাকচার, তখন দেখলাম সেই পদ্মা সেতুর স্ট্রাকচার টি  লাফাচ্ছে, এবং হঠাৎ করে চিৎকার করছে এবং বলছে, আমার  অহংকারের মূল কারণ হচ্ছে শেখ হাসিনা,শেখ হাসিনা,শেখ হাসিনা। সব কিছুর একটা সীমানার মধ্যে রাখতে হয়।

আজ বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির।

অনুষ্ঠান উদ্বোধন করেন,দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর মোল্লা, রুহুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া সহ প্রমুখ।

পরে শেখ মুজিবুর রহমান ইকবালকে সভাপতি, মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক এবং মোস্তাফিজুর রহমান মামুন ও মোহাম্মদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে বাজিতপুর উপজেলা বিএনপির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!