ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

শ্রীমঙ্গলে যুবদল নেতা সারোয়ার হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৩:০৯ পিএম

শ্রীমঙ্গলে যুবদল নেতা সারোয়ার হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

ছবি: বর্তমান বাংলাদেশ।

উপজেলা প্রতিনিধিঃ শ্রীমঙ্গল

“মিথ্যা মামলায় গ্রেপ্তার, অবিলম্বে মুক্তির দাবি নেতাকর্মীদের”
পৌর যুবদলের আহ্বায়ক মো. সারোয়ার হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৩টায় শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে এ কর্মসূচি পালন করে পৌর যুবদল।

বিক্ষোভ মিছিলে অংশ নেন কয়েক শতাধিক নেতাকর্মী। বক্তারা অভিযোগ করেন, “ফ্যাসিস্ট সরকার কর্তৃক সাজানো মিথ্যা মামলায় অন্যায়ভাবে সারোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।”

বিক্ষোভে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আল-আমিন, পৌর যুবদল নেতা কাউসার আহমেদ, জুলাই যোদ্ধা বাবুল মিয়া, উপজেলা যুবদল নেতা আব্দুল কাদির জিলানী এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন।

নেতারা বলেন, আওয়ামীলীগ সরকার আমলে বিরোধী কণ্ঠরোধ করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা অবিলম্বে সারোয়ার হোসেনের মুক্তি দাবি করছি।”

বক্তব্যে নেতারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “অন্যায়ভাবে কারো কণ্ঠরোধ করা যাবে না। সারোয়ার হোসেনের মুক্তি না দিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

বিক্ষোভ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!