ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজাপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি প্রার্থী ড. ফয়জুল হক

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৮:২১ এএম

রাজাপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি প্রার্থী ড. ফয়জুল হক

ছবি: বর্তমান বাংলাদেশ।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী ড. ফয়জুল হক রাজাপুরের কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। রোববার রাতে রাজাপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা জামায়াতের আমির কবির হোসেন, নায়েবে আমির ইউসুফ আলী, আবু সায়েম ও নেছার উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা।

সভায় ড. ফয়জুল হক বলেন, “আমি রাজাপুর ও কাঁঠালিয়ার মানুষের সেবা করতে চাই। আপনারা সাংবাদিকরা সমাজের দর্পণ, আপনারা সত্য তুলে ধরেন—তাই আপনাদের সঙ্গে মতবিনিময় করা খুবই গুরুত্বপূর্ণ।” তিনি আরো বলেন, “এই অঞ্চলের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং তরুণদের কর্মসংস্থানই হবে আমার অগ্রাধিকার।”

তিনি নিজেকে জনগণের একজন সেবক হিসেবে পরিচয় দিয়ে বলেন, রাজনৈতিক অবস্থান নয়, জনগণের স্বার্থকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত দেন এবং আগ্রহভরে প্রার্থী ড. ফয়জুল হকের পরিকল্পনার কথা শোনেন।

এ সময় নির্বাচনে তার অবস্থান ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!