নেত্রকোনার বারহাট্টায় সেতুর ঝুঁকিপূর্ণ সংযোগ সড়ক নিজ উদ্যোগে সংস্কার করে দিলেন স্থানীয় বিএনপি নেতা শফিকুর রহমান শফিক।
উপজেলার সিংধা ইউনিয়ন থেকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাগামী একটি সেতুর সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ হয়েছিলো। এতে চলাচলে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছিলেন। প্রায়ই ঘটছিল দুর্ঘটনা।
সম্প্রতি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে নিজস্ব অর্থায়নে সংযোগস্থল সংস্কারের উদ্যোগ নেন বারহাট্টা উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক। তিনি নিজে উপস্থিত থেকে স্থানীয়দের সহায়তায় জরুরি ভিত্তিতে সংস্কারকাজ সম্পন্ন করেন।
স্থানীয় জামাল মিয়া নামে এক বাসিন্দা জানান, “আমাদের ইউনিয়নের এই সেতুর সংযোগ সড়ক অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এতে নিয়মিত দুর্ঘটনা ঘটছিল, অথচ কেউ উদ্যোগ নেননি। বিষয়টি জানালে শফিক ভাই নিজে এসে এটি সংস্কার করে দিয়েছেন। আমরা তাঁর এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞ।”
বিএনপি নেতা শফিকুর রহমান শফিক বলেন, “আমাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য, পদ-পদবীর জন্য নয়। জননেতা তারেক রহমান আমাদের সব সময় শিখিয়েছেন— জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থাকতে হবে। সিংধা ইউনিয়নের এই সেতুটির দুরবস্থা দেখে আমার মনে হয়েছে, অপেক্ষা না করে এখনই কিছু করা দরকার। তাই নিজের উদ্যোগেই সংযোগস্থলটি সংস্কার করেছি। এটা আমার দায়িত্ব মনে করেছি, অনুগ্রহ নয়। আমি চাই, আমাদের এলাকার মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে— সেটাই আমার প্রকৃত সন্তুষ্টি।
আপনার মতামত লিখুন :