ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মান্দায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৭:২২ এএম

মান্দায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

ছবি বর্তমান বাংলাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মান্দায় লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মান্দা সদর ইউনিয়নের পিরপালী বাজার, বিন্দু বাজার, কোচরা বাদলঘাটা বাজার ও বাদলঘাটা গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে বিএনপির দৃষ্টিভঙ্গি ও ৩১ দফা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এম এ মতীন।

এ সময় তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট নিরসনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি একমাত্র রোডম্যাপ।”

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, সদস্য হামিদুর রহমান শাহানা, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান ও সিদ্দিক হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় প্রাণচাঞ্চল্য দেখা যায়।

বর্তমান বাংলাদেশ

Link copied!