কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় এক অদ্ভুত দৃশ্য দেখা গেছে—আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের খবরে লোকজন আনন্দে মেতে উঠেছে, এমনকি বাজারে মিষ্টি পর্যন্ত বিতরণ হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে ধনপুর বাজারে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী মিষ্টি বিলিয়ে খুশি প্রকাশ করেন।
এর আগে শনিবার (২৫ অক্টোবর) রাতে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালের নেতৃত্বে পুলিশ ধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শৈলেন চন্দ্র দাসকে ধনপুর বাজার থেকে গ্রেপ্তার করে।
স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান খোকন বলেন, “আওয়ামী লীগের আমলে শৈলেনের অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। সে গ্রেপ্তার হয়েছে, এটা যেন মুক্তির খবর। তাই সবাইকে মিষ্টি খাওয়ালাম।”
আরেক বাসিন্দা মো. নান্নু বলেন, “ওসি সাহেবকে ধন্যবাদ। শৈলেন আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে জলমহল থেকে জমি—সবখানে দখল করতো। মানুষকে মারধর করতো, ভয় দেখাতো।”
ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল জানান, “শৈলেন চন্দ্র দাসের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
একজন ক্ষমতাধর স্থানীয় নেতা গ্রেপ্তার হওয়ার পর এলাকার এমন খুশির প্রতিক্রিয়া এখন হাওরজুড়ে আলোচনার বিষয়।

আপনার মতামত লিখুন :