ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নওগাঁয় গেটকা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৬:৫০ পিএম

নওগাঁয় গেটকা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নওগাঁ: 
 

নওগাঁয় জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও), নওগাঁ জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরাম ও ওয়েভফাউন্ডেশন যৌথভাবে এই সভার আয়োজন করে।

সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর মানুয়েলটুডু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

সভায় মাণ্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে গেটকা প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথি, তথ্য অভিযোগ ও এনজিও শাখার সহকারী কমিশনার উম্মে সালমা রুমা, জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের চেয়ারপার্সন ফজলুল হক খান প্রমুখ।

সভায় প্রধান অতিথির জেলা প্রশাসক বলেন, এনজিওদের কাজ হতে হবে রেজাল্ট বেইসড। প্রকল্প মেয়াদ শেষে আমরা পেতে চাই তা পরিষ্কার থাকতে হবে। প্রকল্পের উপকারভোগিরা যাতে জেন্ডার ও ক্লাইমেট সেনসিটিভিটি বিষয়ে জানতে পারে তা সবার আগে নিশ্চিত করতে হবে।

সভায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, যুবপ্রতিনিধিসহ ৪০জন অংশগ্রহণ করেন।

উল্লেখ্য বিএসডিও বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে এবং ওয়েভ ফাউন্ডেশন, ডাসকো ফাউন্ডেশন, জাগোনারী ও এনএসএসএর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে নওগাঁ জেলার মহাদেবপুর, সাপাহার ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!