ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫

গাজীপুরে প্রভাব খাটিয়ে জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ!

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৪:২০ পিএম

গাজীপুরে প্রভাব খাটিয়ে জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ!

গাজীপুর প্রতিনিধি: 

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের  ধনুয়া মৌজায় বাবুল গংদের  ১৭.৫০ শতাংশ জমি প্রভাব খাটিয়ে দখল করে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে একই এলাকার নাসির আহমেদ গংদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাবুল গংদের সঙ্গে একই এলাকার নাসির আহমেদ গংদের ধনুয়া মৌজার (জেএল নং ৪) আরএস খতিয়ান-২৩৮,আরএস দাগ-৬৬৯৯ এবং এসএ খতিয়ান নং- ১৪৭, এসএ দাগ  নং-১৭৪৭ মোট ৪.৫০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বেশ কয়েকবার এ নিয়ে সালিশি বৈঠকের আয়োজন করেও কোনো সুরাহা হয়নি। জমিটির চৌহদ্দি হল উত্তরে মসজিদ,দক্ষিণে রাস্তা,পশ্চিমে গোরস্থান এবং পূর্ব পাশে রাস্তা।  অপর দিকে উত্তরে চলাচলের রাস্তা, দক্ষিণ ও পূর্ব দিকে বাদী নিজ,পশ্চিমে আফসার উদ্দিন এই চৌহদ্দিতে ১৩ শতাংশ জমি। দুটি চৌহদ্দিতে সর্বমোট জমি ১৭.৫০ শতাংশ। আপস মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে,বাবুল গং ২০১৯ সালে ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ এবং গাজীপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন।  পরবর্তীতে আদালত বিরোধীয় জমিতে উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ৯ আগস্ট  সকাল ১০টার দিকে নাসির আহমেদ গং বিরোধপূর্ণ জমিতে কিছু সংখ্যক রাজমিস্ত্রী নিয়ে বসতঘর নির্মাণের কাজ শুরু করেন। পরে বাবুল গং  দখলের কাজে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেন। 
এ বিষয়ে বাবুল আহমেদ বলেন, ক্রয় সূত্রে এই জমির মালিক আমি। এছাড়া জমির ভূমি উন্নয়ন করও নিয়মিত পরিশোধ করে আসছি। কিন্তু তারা সেই জমিতে জোরপূর্বক দখল করে বিল্ডিং নির্মাণ করছে। প্রশাসনের মাধ্যমে আমার কাগজি জমি আমি ফিরে পেতে চাই। 
সরেজমিনে গিয়ে দেখা যায়, নাসির আহমেদ গংদের  নেতৃত্বে ওই জমিতে ৮-১০ জন নির্মাণ শ্রমিক বাড়ি  তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। এসময় জানতে চাইলে অভিযুক্ত নাসির আহমেদ বলেন, ‘জমিটি আমাদের শরীকি জমি।এখন এর বেশি কিছু বলতে চাই না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, এ বিষয়ে আদালতে মামলা হয়েছে। এখন এটা আদালতের বিষয়। আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।

বর্তমান বাংলাদেশ

Link copied!