ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

খুলনায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৬:৪৭ পিএম

খুলনায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

ছবি বর্তমান বাংলাদেশ

খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগ খেলার উদ্বোধনী অনুষ্ঠান  বুধবার সকাল নয়টায় খুলনা জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক  মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, খুলনা টি, এম, মোশাররফ হোসেন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোঃ জুলফিকার আলী খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নুরুল হাই মোহাম্মাদ আনাস, জেলা ক্রীড়া কর্মকর্তা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আলীমুজ্জামান, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্লা খায়রুল ইসলাম, শাহ্ আসিফ হোসেন রিংকু, মোঃ সাইফুল ইসলাম, শাহনাজ খাতুন, বিসিবির জেলা প্রশিক্ষক সামছুল আলম রনি, লীগ পরিচালনা অংশগ্রহনকারী দলের কর্মকর্তা একরামুল কবির মিন্টন, এ জে এস অহিদুল ইসলাম সেলিম, সভাপতিত্ব করেন ২য় বিভাগ ক্রিকেট লীগ পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ২য় বিভাগ ক্রিকেট লীগ পরিচালনা কমিটির মোঃ আজিজুর রহমান জুয়েল।
খুলনা জেলা স্টেডিয়াম মাঠে উদ্বোধনী খেলায় বর্ণমালা স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাটিং করে ৪৭ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২২৮ রান করে। জবাবে ইয়ং বয়েজ ক্লাব ২১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে। বর্ণমালা স্পোর্টিং ক্লাবের সাকিব হোসেন অপরাজিত ৫৭ রান ও ফয়সাল জাহান ৪১ রান করে। ইয়ং বয়েজ ক্লাবের আল মামুন ২৪ রানের বিনিময়ে ২ উইকেট লাভ করে। ইয়ং বয়েজ ক্লাবের আল মামুন সর্বোচ্চ ১৫ রান এবং বর্ণমালা স্পোর্টিং ক্লাবের আবু রায়হান ২০ রানে ৪ উইকেট লাভ করে। আগামীকাল ২৯নং ওয়ার্ড ক্রীড়া চক্র বনাম খুলনা রয়েল বেঙ্গল এর খেলা অনুষ্ঠিত হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!