ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

শ্রীমঙ্গলে শিয়ালের কামড়ে ১৬ জন আহত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৮:২৯ পিএম

শ্রীমঙ্গলে শিয়ালের কামড়ে ১৬ জন আহত

ছবি: বর্তমান বাংলাদেশ।

 শ্রীমঙ্গল উপজেলায় শিয়ালের কামড়ে ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা, টিকরিয়া(ফটকি) ও সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা, হুগলিয়া গ্রামে এসব ঘটনা ঘটে।
আহতরা হলেন: টিকরিয়া ফটকি গ্রামের নাজমা বেগম (৪০), লুবনা বেগম (১৬), মো: আ: জলিল(৪০), আ: মোমেন(৩০), পিয়ারা বেগম(৬০), শংকরসেনা গ্রামের আমেনা বেগম(৩০), নুরে আলম ফেরদাউস (১৩), মামুন মিয়া (২৫), রাহিদ মিয়া (১০), রেহেনা আক্তার (২০), হোসাইন আহমদ (১৩), সুমন মিয়া(২৩), মো. আতিকুল (২১), নাঈম মিয়া (১৭) এবং সাইটুলা গ্রামের রনি কুর্মি (২১) হুগলিয়া গ্রামের সাজনা বেগম(৪৫)।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিয়ালের কামড়ে আহত সবাইকে হাসপাতালে এনে ভ্যাকসিন সহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় মৌলভীবাজার সদর সরকারী হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি শিয়ালের অস্বাভাবিক আচরণ করতে থাকে। হঠাৎ দৌড়ে এসে পথচারীদের পা ও হাঁটুর নিচে কামড় দেয়। কেউ কেউ শিয়ালটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটির সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরে শিয়ালটি পালিয়ে যায়। এখন পর্যন্ত  দুইটি শিয়ালে ১৬জনকে কামড় দিয়ে আহত করেছে। এর মধ্যে ফটকি গ্রামেবাসি একটি শিয়ালকে আটক করে মেরে পেলে। ”
শিয়ালের কামড়ে আহত টিকরিয়া (ফটকী)গ্রামের পিয়ারা বেগম বলেন, আমি সকালে ঘুম থেকে ওঠে বাড়ির উঠান জারু দিতে যাই, এসময় আমার পায়ে শিয়ালে কামড় দিয়ে পালিয়ে যায়।  
আহত মামুন মিয়া বলেন, “রাতে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি শিয়াল এসে পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। কিছু সময়ের মধ্যে গ্রামের আরও কয়েকজনকে শিয়াল কামড় দেয়।”
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার মৌমিতা বৈদ্য বলেন, “মঙ্গলবার বিকেল থেকে বুববার সকাল পর্যন্ত শিয়ালের কামড়ে আহত ১৬ জন রোগী হাসপাতালে আসে। সবাইকে চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় মৌলভীবাজার সদর সরকারী হাসপাতালে রেফার করা হয়েছে। শিয়ালের  কামড়ে আহত ১২জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!