ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মোহনগঞ্জে ৬ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০২:১৮ পিএম

মোহনগঞ্জে ৬ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ছবি বর্তমান বাংলাদেশ

নেত্রকোনার মোহনগঞ্জে  মাদক সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের একজনকে ১৫ দিন ও বাকিদের ২০ দিন করে কারাদণ্ড  দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাদেরকে ১৬০০ টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে গতকাল বুধবার রাতে তাদেরকে মোহনগঞ্জ পৌর শহরের নওহাল এলাকা থেকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌরশহরের নওহাল এলাকার মো. মন্তু মিয়া (৫৩), মো. রবিউল খান (২০), সৈয়দ সেন্টু (৪৫), টেংগাপাড়া এলাকার মো. কমল মিয়া (৪০), আবুল কাশেম (২০) ও সোনারামপুর গ্রামের মো. রবিউল ইসলাম (৪৮)।


উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!