ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

রাণীনগরে জাতীয় সমবায় দিবস পালিত

মামুনুর রশিদ, রাণীনগর

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৩:৪২ পিএম

রাণীনগরে জাতীয় সমবায় দিবস পালিত

ছবি বর্তমান বাংলাদেশ

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করেন।

সকালে কর্মসূচির প্রথমেই উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর এক বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহমেদসহ উপজেলার বিভিন্ন সমবায়ীবৃন্দ প্রমুখ।

সভা শেষে সরকারকে সর্বোচ্চ রাজস্ব প্রদান করায় উপজেলার পাঁচটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!