জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনও মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
পূর্ব লন্ডনের হোয়াটচ্যাপেল রোডের একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত কখনো মিথ্যা আশ্বাস দেয় না। জামায়াত যা করতে পারবে তাই বলে। জামায়াত ক্ষমতায় গেলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং তা কাজের মাধ্যমে প্রমাণ করে দেওয়া হবে।
জামায়াতের আমীর বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির একটি বড় চালিকা শক্তি। প্রবাসীদের অধিকারের প্রশ্নে কোনো আপস করা হবে না। গুম খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জামায়াত যে কোনো অপরাধের বিরুদ্ধে। কোনো ধরণের অপরাধ ছাড়া যারা মানুষের উপর হত্যা, নির্যাতন-নিপীড়ন চালিয়েছেন এবং অপরাধের সাথে যারা জড়িত ছিল তারা সেনাবাহিনীর লোক না অন্য কেউ সেটা ম্যাটার করেনা।

আপনার মতামত লিখুন :