বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুই থেকে তিনটি দলের মতামত জোর করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সে ষড়যন্ত্র পরিহার করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে।
শনিবার (১ নভেম্বর) দুপুর রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত, বিলম্বিত ও প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ঐকমত্য ও সই হয়েছে, এর বাইরে গিয়ে এখন নতুন নতুন দাবি নিয়ে আসা হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এ দেশের মানুষের মনোজগতের পরিবর্তন ঘটেছে। রাজনৈতিক দল ও নেতাদের সেটি উপলব্ধি করতে হবে বলে জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আপনার মতামত লিখুন :