শেরপুরে ১৩০ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে `শাহীন শিক্ষা পরিবার এর এস.ই.এফ. ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী শিক্ষার্থীদের কম্পিউটার, নগদ অর্থ এবং ক্রেস্ট প্রদান করা হবে।
১ নভেম্বর বুধবার সকাল থেকে দুই শিফটে শেরপুর পৌর শহরের শাহিন স্কুল সজবরখিলা শাখায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা জানায়, এবার শেরপুরের ৫ উপজেলার ১৩০টি শিক্ষা বিদ্যালয় থেকে ১২শ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষায় একজন করে কেন্দ্র সচিব ও হল সুপারের নেতৃত্বে ৩৬ জন পরিদর্শক, ১৬ জন শিক্ষক দায়িত্ব পালন করেন। এসময় শেরপুর সদর থানা পুলিশের একটি দল নিরাপত্তা প্রদান করেন।
শাহীন স্কুল সজবরখিলা শাখার পরিচালক মাজহারুল ইসলাম হিমেল বলেন, অবিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে আমরা পরীক্ষা শেষ করেছি। আজ আমাদের এ প্রোগ্রামে শেরপুর জেলার ১৩০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মেধা যাচাইয়ে অংশ নিয়েছিলেন।

আপনার মতামত লিখুন :