ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

আদমদীঘিতে মাদকের ছড়াছড়ি, ঝুঁকিতে কিশোর-যুবক

মো:মাইন, আদমদিঘী, বগুড়া

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১২:১৮ পিএম

আদমদীঘিতে মাদকের ছড়াছড়ি, ঝুঁকিতে কিশোর-যুবক

ছবি: সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মতৎপরতা কমে যাওয়ায় আদমদীঘি উপজেলা সদর আশেপাশের গ্রামাঞ্চলে মাদক কেনা-বেচা ও সেবন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকার সুযোগে একশ্রেণির পেশাদার মাদক ব্যবসায়ী অধিক মুনাফার আশায় ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ, টেপেন্ডা ইনজেকশনসহ নানা ধরনের নেশাজাত দ্রব্য আদমদীঘির বিভিন্ন এলাকায় পাচার ও মজুত করছে। এসব মাদক অভিনব কায়দায় ট্রেন, বাস ও মোটরসাইকেলযোগে এনে স্থানীয় ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা সরবরাহ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার ইউনিয়ন, ছাতনী ঢেকড়া, নওগাঁ শহর, আদমদীঘি বাজার, শালগ্রাম বাজার,তালশন, তেতুলিয়া, শিবপুর, কুসুম্বী, চাঁপাপুর বাজার, কুন্দগ্রাম, ছাতিয়ানগ্রাম, বড় আখিরা মন্ডলপাড়া, ঢাকার রোড, সিংড়াপাড়া, দিঘীর পাড়, সালগ্রামসহ বিভিন্ন এলাকা মাদকের জমজমাট ব্যবসার আখড়ায় পরিণত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান কমে যাওয়ায় তারা অধিক লাভের আশায় ব্যবসা সম্প্রসারণ করেছেন। ফলে উপজেলার আনাচে-কানাচে মাদকদ্রব্য ছড়িয়ে পড়ছে, যা নিয়ে অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। স্কুল-কলেজগামী কিশোর ও যুবকরাও এই ভয়াবহতায় জড়িয়ে পড়ছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “আদমদীঘি উপজেলায় মাদক বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!