ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

শ্রীমঙ্গলে ঢাকাগামী পারাবত ট্রেন ৩ ঘন্টা পরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৭:১২ এএম

শ্রীমঙ্গলে ঢাকাগামী পারাবত ট্রেন ৩ ঘন্টা পরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে

মনজু বিজয় চৌধুরী,  ( মৌলভীবাজার) প্রতিনিধি
 

শ্রীমঙ্গলে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন ৩ ঘন্টা আটকে ছিল! এতে প্রায় এক হাজার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। 
জানা যায়,বিকেল ৩ টা ৪৫ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনটি বিকেল ৬ টায় শ্রীমঙ্গল স্টেশনে এসে পৌঁছায়। কিন্তু ওই স্টেশনে আসার পর পাওয়ার কোচে বৈদ্যুতিক গোলযোগের কারণে পুরো ট্রেন অন্ধকার হয়ে যায়। এতে এসি কোচসহ অন্যান্য কোচে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ওই স্টেশনে বিদ্যুতের লাইন মেরামত করতে প্রায় ৩ ঘন্টা সময় লেগে যায়। রাত ৮ টা ৫৪ মিনিটে ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। এসময় ট্রেনের প্রায় এক হাজার যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।  

এ বিষয়ে মৌলভীবাজার কোর্ট রোড এলাকার বাসিন্দা ওই ট্রেনের যাত্রী কবির উদ্দিন আহমেদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,ঢাকা-সিলেট ও চট্টগ্রামের রেলওয়ের এই লাইনটি চরম অবহেলায় রয়েছে। অধিকাংশ ট্রেনের বগি ও ইঞ্জিন পুরাতন। প্রায় সময় হয়তো ইঞ্জিন বিকল হয় বা পাওয়ার কারে আগুন ধরে যায়। তিনি বলেন,পারাবত ট্রেনটি রাত সাড়ে ১০ টায় ঢাকা পৌঁছে। কিন্তু আজ ৩ ঘন্টা পর ঢাকায় যাবে। এতে এত গভীর রাতে পুরান ঢাকার সুয়ারী ঘাটে যাওয়া তার জীবনের ঝুঁকি রয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান,পারবত ট্রেনের পাওয়ার বগিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে পুরো ট্রেনে বিদুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে আটকে যায়। পরে মেরামত করে রাত ৮ টাকা ৫৪ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বর্তমান বাংলাদেশ

Link copied!